তোমারা আমায় মনে রেখো ঐ মিষ্টি হাসির কোণে,
ক্ষমা করে দিও যদি ভুল করে থাকি কোন ক্ষণে!
মানুষ নয় ভুলের ঊর্ধ্বে  নয় ফেরেস্তা,
তাই মোরা হারাবনা এই মানুষের আস্থা।

মনে রেখো আমিও ছিলাম তোমাদের মাঝে,
দিয়েছি ভালোবাসা আর আনন্দ কত সাজ সেজে!
বেলা শেষে আমি ফিরিলাম যে মোরই আপন নীড়ে,
তোমাদের কথা হৃদয় জুড়ে মোর যে খুবই মনে পরে!

মনে রেখো দেখা হবে বন্ধু কোন এক ব‍্যস্ততায়,
নয়তবা আপন মনের কোন এক বিষণ্নতায়!
দেহ নিথর আর মন চঞ্চল তাই চলে যে উচাটন!
কে নিবে খবর? কে হইবে এ জীবনের আপনজন?

মনে রেখো শেষ বলে কিছু নেই এ জীবনের তরে,
সব ব‍্যথ‍্যা আর দুঃখ সকলে যে তাই সহ‍্য করে।
হাসিয়েছি অনেক তাই বলে কাঁদায়নি তা ও ঠিকনা, ভালোবাসি তোমাদের কারন তোমরাই আপনজনা।

মনে রাখিব তোমাদের এই ভালোবাসা আর সঙ্গ,
হবেনা কোন দিন তোমাদের প্রতি বিশ্বাস ভঙ্গ!
জীবনে সোনালী স্বপ্ন তোমারা সবে তৈরি রেখো,
দূর থেকে দোয়া ও ভালোবাসা রবে এটা মনে রেখো!