ইচ্ছেঘুড়ি ওড়ে হেথায় মনেরই আকাশ পানে,
জীবন তরী সুখের ছোঁয়ায় পাল তুলে সবখানে।
ইচ্ছেঘুড়ি মনের সুখে উড়ে যে এখানে ওখানে,
চেয়ে দেখি ইচ্ছেঘুড়ি ওড়ে আকাশের সর্বখানে।
ইচ্ছেঘুড়ির উড়তে কোথাও নেই তো সীমানা,
উড়তে গিয়ে ইচ্ছেঘুড়ি কখনও পায় না কোন মানা।
ইচ্ছেঘুড়ির আকাশ যে ভাই বিশালতায় পূর্ণ ,
জীবনটাকে ইচ্ছেঘুড়ি কিছুতেই হতে দেয় না শূন্য।
ইচ্ছেঘুড়ির ডানা তে হাজারো রঙ্গিন স্বপ্নের বাস,
সেই স্বপ্ন গুলো জীবনে ছড়ায় সুখের সুবাস।
ইচ্ছেঘুড়ি স্বাধীনচেতা স্বভাবতই সে যে চঞ্চল,
চঞ্চলতা নিয়ে ইচ্ছেঘুড়ি ওড়ে সর্ব অঞ্চল।
আমায় নিয়ে ইচ্ছেঘুড়ি ছুটে ঐ যে তেপান্তর,
নাটাই বিহীন ইচ্ছেঘুড়ি চাইলে হতে পারে দেশান্তর।
আমরা সবাই চাই যে সকল নিয়ম নীতি জানতে
ইচ্ছেঘুড়ির দুর্বার গতি চায় না এইসব কিছু মানতে!
ইচ্ছেঘুড়ি উড়তে দিয়ে আমরা করি না যে মানা,
তাইতো ঘুড়ির ওড়ার গতি সবার ই রয় অজানা।
ইচ্ছেঘুড়ির মনটা যে থাকে ভীষণ উড়ু উড়ু,
শেষ থেকেই মোর ইচ্ছেঘুড়ি করতে পারে যে শুরু।।