ধরিত্রীর বুকে নিশি, রাতে গুমন্ত ছিল বাঙ্গালী,
তাদের ওপরে নামিয়া,আসিল ভয়ানক কালরাত্রি।
চলেছিল গুলি আঁধার, বেদিয়া হৃদয় ছেঁদিয়া,
ঝরেছিল কত তাজা, প্রাণ এ দেশকে ভালবাসিয়া।
তাই বাংলার আকাশে, বাতাসে করুণ সুর বাজে,
হৃদয়ের এই করুণ, আত্মর্নাদ তঁদের ই খোঁজে।
কত জ্ঞানী গুণী আরো, কত এই বাংলার সন্তান ,
তাঁদের খোঁজে চলেছে, বাংলাতে কত অনুসন্ধান।
পাক হানাদার সেনা,জীবনে যে আনলো কালরাত্রি,
গণহত্যায় আজও কাঁদে,সোনার বাংলা দিবারাত্রি।
মারিয়া নিরীহ এই, ঘুমন্ত নিরস্ত্র বাঙ্গালীরে,
ওরা দমাতে পারেনি, এই স্বাধিকার চেতনারে।
বাঙ্গালী হত্যায় যারা, মাতিয়াছিল হত্যাযজ্ঞে,
সোনার বাংলাদেশ যে,মিললোনা সে শত্রুদের ভাগ্যে।
যাদের আমরা দেখিতাম, আমাদের এই দেশ সেবায়
শত্রুরা তাদেরকেই যে, মেরেছে এই গণহত্যায়।
যাদের প্রাণ গেল যে, শত্রুর বুলেটে এই কালরাত্রি,
তাঁরাই সর্বদা পাবে, বাংলাতে সম্মান ও পরম ভক্তি।