"""""*****""""""*******"""''''''''""""

জীবনেতে সময়ের /চাকা কবু নাহি থেমে রহে,
    চলিতে চলিতে চাকা /ওরে বেলা যাবে শুধু বয়ে।

গাড়িতে ঘুরে বাহারি/চাকা গতির ও তালে তালে
কালের স্রোতে নিঃশেষ/হয়ে পড়ে থাকবে অবশেষে।

কারখানায় ঘুরিয়ে এ / চাকা চলে শুধু উৎপাদন,
     মহাজন গড়ে গাড়ি/ বাড়ি আর তার প্রিয় জন।

ছোট-বড় এই চাকা/ যে থাকে সব গুলোই যানে,
   রাস্তাটা হোক যেমনই/ চাকা যে চলে সবই খানে।

চাকা চলে জলে-স্থলে / চলে যায় দূর বহু দূর,
   চাকার কল‍্যাণে আজ/এই অর্থনীতি নয় ভঙ্গুর।

চাকা ঘুরিয়ে জীবিকা /আসে যে সবার জীবনেতে,
  সুখেতে  মিষ্টি হাসি যে/তাই থাকে সবার মুখেতে।

কেউ ঘুরায় কলের /চাকা কেউবা যানের চাকা,
  কেউ ঘুরায় জ্ঞানের /চাকা কেউ গড়ে যে ঐ চাকা।

এই চাকা ঘুরতে ঘুরতে /একদিন যে হবে বন্ধ গাড়ি, তাই সময় থাকতে ই /দিতে হবে সব বাঁধা পাড়ি।

✨✨✨💭💭💭✨✨✨✨✨💭💭💭