*****     ঁঁঁঁঁ   *****   ঁঁঁঁঁ    ****

আয় আয় চাঁদ মামা  কাছে আয় না,
তোর থেকে একটু আলো আমায় দেনা!
তোর আলোতে মন যে আমার মেলে পাখনা,
সেই সুখে আজকে আমার উড়তে নেই যে মানা।
তোর বাড়ি আকাশ পানে তা জানা আছে,
তাইতো এখান থেকেও এ মন তোকে ই  চেয়েছে।

তোর আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে,
তাই দিয়ে আজ সব খানে আলোর মেলা বসেছে।
আমার বাড়ির আঙিনায় আজ আলোর বাঁধ ভেঙেছে,
সেই আলোর ঝলকানিতে  সবাই মেতে উঠেছে।
মাঝে মাঝে মেঘ এসে তোমায় দেয়  মেঘে ঢাকা,
মামা তাতে তোমায় ছাড়া  আমরা হই যে একা।
জীবনেতে অনেক কিছুই  আছে অজানা,
মামা তোমার আলোতে তার কিছুটা হয়যে জানা।

কবি,লেখক আর সাহিত‍্যিকগণ তোমায় ভেবে দেখেছে,
সেই ভাবনায় তোমার আলো রং ছড়িয়ে দিয়েছে।
রাতের বেলায় ঝিঁ ঝিঁ পোকা ঝিঁ ঝিঁ করে ডাকে,
তোমার আলো তারই সাথে খিল- খিলিয়ে হাসে।
তোমায় সবাই ভালোবেসে মামা বলে ডাকে,
তাইতো তোমার ছবি আজও রংতুলিতে আঁকে।

-----××××-----***------***----××××----