""""""''''*****"""""*****""""
বড় বাড়ি বড় গাড়ি/
             বড় বড় সব চাল,
বড় বাবু খায় শুধুই /
             বড় করে তার গাল!
বড় বাবুর বড় দেহ/
            ভোগেতে ই বাড়ে,
সকলকে শোষণ করে সে/
          পা দিয়ে গাড়ে তে ।
বড় বাবুর বড় দেহে /  
           থাকে যে ছোট মন,
ছোট মনে থাকে বাবুর
            ছোট একটি প্রাণ।
বড় বাবুর বড় চেয়ার/
           বড় তার ঐ চাওয়া,
বড় চাওয়া পূরণ করতে/
           ফুরিয়ে যায় বেলা।
বড় বাবুর বড় হিসাব/
           বড় ব‍্যাংকেতে রয়,
সেই হিসাব মিলাতে গিয়ে /
           চোট জনে সবকিছুই সয়।
বড় বাবুর বড় ভুল যে/
           বড় হয়েই রয়!
বড় বাবু বড় হয়ে/
          সব কিছুই যে কয়।
যখনই বাবু খেয়ে যায়
             বড় করে ধরা!
সুখেরই জীবনেতে তার/
             নামে যে বৈশাখের খরা!

🎆🎆🌹🌹🌹🎆🎆🎆🌹🌹🌹🎆🎆