পৃথিবীতে সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমি,
তোমাতে লুটিয়ে পড়ি ও আদরেতে তোমাকেই চুমি।
তোমার মাঝে রচিয়াছি মোদের সোনালী ভবিষ্যৎ,
ওগো তাইতো মোরা সকল শত্রুরে করিব ধূলিসাৎ।
বঙ্গ ভূমি তোমারে মোরা ডেকেছি সোনার বাংলা বলে,
সোনার দেশ বাংলাদেশ বিশ্বে মাথা তুলে ই যে চলো।
তোমার মাঝে বয়ে পদ্মা মেঘনা যমুনা কত নদী,
সবাই কে নিয়ে তোমার চলার গতি থাকবে নিরবধি।
তোমার মাঝে আছে সবুজেরই অপুরন্ত সমারোহ,
তোমার মাঝে থাকে নির্মল বায়ুর নিরন্তর প্রবাহ ।
তোমায় পেয়ে আমরা যে পেলাম সুখেরই ঠিকানা,
তোমাই ছাড়া তাইতো আমরা অন্যকিছুই আর চাইনা।
তোমার মাটিতে সহজেই ফলে যে ফসল কত,
আমাদের জীবনটা তাতে খুশিতে হয় যে উচ্ছ্বসিত।
দিনেতে সোনালী সূর্য আর চাঁদ মামা যে থাকে রাতে,
আমরা সবে তোমার মাঝে ভালোবেসে থাকি একসাথে।
তোমার প্রতি ভালোবাসা মোদের থাকিবে অনন্ত,
বাংলাদেশ তুমি বিশ্বের বুকে রইবে চির উন্নত।