বঙ্গদেশে জন্মেছ তুমি সবার বন্ধু হয়ে,
সবাই তোমায় ডাকে ওগো বঙ্গবন্ধু কয়ে।
তোমার ভালোবাসা আজও বাংলার বাতাসে বয়ে
তাই সবার মাঝে রয়ে গেলে তুমি বঙ্গবন্ধু হয়ে।
ভালোবেসে তোমায় আমরা আজও বঙ্গবন্ধু ডাকি,
হৃদয় মাঝে তোমার স্বপ্ন লালন করে রাখি।
টুঙ্গি পাড়ায় শেখ পরিবারে আদরে তুমি থাকতে,
ছোট থেকেই সবাইকে মায়া ডোরে বেঁধে রাখতে।
সোনার মাটিতে সোনার ছেলে বড় হয়ে ওঠে,
কুচক্রী মহলের ভিত ধীরে ধীরে নড়ে চড়ে ওঠে।
বাংলাতে জুলুমে দিশেহারা নির্যাতিত বঙ্গজনতা,
তোমায় পেয়ে সবার মাঝে ছেয়ে গেল দৃড়একতা।
সবাইকে দেখালে সোনার বাংলার সোনালী ভবিষ্যৎ,
কুচক্রী মহলের দুঃশাসনের স্বপ্নটা ই হয়ে গেল ধূলিসাৎ।
ওঠালে তুমি সবার মাঝে বজ্রকন্ঠে স্বাধীনতার ডাক, শোষকেরা বলে ওরে এবার সবাই বাংলা ছেড়ে ভাগ!
দিয়েছ মোদের কাঙ্ক্ষিত স্বাধীনতা করেছ তুমি ঋণী,
আমরা যে কখনও ভুলবোনা তোমায় ওগো জ্ঞানী ও গুণী!
পৃথিবীর বুকে মোদের এই বাংলাদেশ রইবে যতদিন,
ওগো তুমিও রইবে গৌরবময় ইতিহাস হয়ে ততদিন !!