*****😢😢😢*****😢😢😢****
একাকী নির্জনেতে ছিলাম যে উন্মনে\
তোমার কথা ভেবে শয়নে জাগরনে।
সকলেই যখন ছিলো পর প্রিও তুমিই\
ছিলে আমার আপন এ জীবনেতে ই।
যখনই করিলে তুমি আমায় যে পর\
একাকীত্বের বিরহে রহিলাম নির্জনে!
প্রকৃতিতে আসে গ্রীষ্ম,বর্ষা,শরৎ,হেমন্ত,শীত\
আসে যে ঋতুরাজ বসন্ত যার নেই অন্ত।
কেউই পারিলোনা ভাঙ্গিতে আমার এই\
একাকী নির্জনতা তোমায় বিহনে তে।
শত কষ্টের পরেও যেন পাই খুঁজে\
একটু স্বস্তি তোমার দেয়া একাকীত্বের মাঝে!
সময় ভয়ে যায় খরস্রোতা নদীর\
মত ধরিতে নাহি পারি আমি একাকী!
একাকীত্ব কে সঙ্গী করে বয়ে চলি একাকী\
সময় স্রোতে নির্জনতার আঁধারি তে।
মাতৃ জঠরে ছিলাম একাকী নির্জনে তে\
আসিলাম এই মায়ার ভূবনে সরবে।
কত ভালোবাসিলে আমারে পরান ভরে\
আমিও যে ভালোবাসিলাম সকলেরে।
জানি তোমাদের সকলে ছাড়ি হারিয়ে\
যাবো আমি একাকী নির্জনে নীরবে!
জীবন পথে সবাই ছিলে আয়োজনে\
অবশেষে ছেড়ে গেলে একাকী নির্জনে!
“””””****☆☆”””সমাপ্ত”””****☆☆””””