কত যতনে বোনা স্বপ্ন
সতেজ সজীব আর প্রাণবন্ত
দখিনা বাতাসে ঢেউ খেলে।
সূর্যালোকের মত স্পষ্ট
কত কল্পনায় আঁকা বৃত্ত
তারই পরিসীমায় নেঁচে চলে।
ঘাটে বাঁধা নাও
সবুজ শ্যামল গাঁও
দিন যাবে মোর হেসে খেলে।
বধূঁর মুখের হাসি
সুখে-দুখে পাশাপাশি
উড়বো আকাশে ডানা মেলে।
আঙ্গিনায় সাজানো বাগান
জবা গাঁদা আর গোলাপে
প্রজাপতি নাচবে ফুলেফুলে।
উঠোনে খোকা খেলবে
তাইরে নাইরে গাইবে
ছড়ায় ছবিতে পড়বে হেলেদুলে।
খোকা হবে বড়ো
মোরা হবো বুড়ো
সার্থক হবে স্বপ্ন তার সফলে।