আজ তুমি আসবে
প্রতীক্ষা তোমার পথ চেয়ে
মুগ্ধ হয়ে উতলা মনে,
জোনাকির ঝিকিমিকি আলোয়
আকাশ তারার ঘাটে।
মায়া ভরা রাত বুক ভরা আশা
জেগে আছি তোমার আশে
শুভময়ী পথযাত্রার আহবানে,
কিছু কথা কিছু গল্প কিছু গান
আর কিছু কবিতা নিয়ে।
তোমায় নিয়ে স্বপ্ন কথা
বহুদূর পাশাপাশি হাঁটা
হৃদয়ে আঁকা রেখাচিত্রে,
গাঁদা গোলাপ বকুলের সাজে
মনসুতার আবেগী বাসরে।
অধরা সেই তুমি আসলে না
মন আঁধারের সঙ্গী হলো
জমানো কথারা হলো বেদনা।
গান হলো ঝড়া পাতা
আর বিরহ হলো কবিতার খাতা ।