একটা বিজয়
কলুষিত মন পরিষ্কার হয়
কাঠিন্য দূর হয়
হীনমন্যতা চলে যায়
হিংসা নিপাত যায় ।
বিজয়ের এতোটা বছর গেলো
পারি নাই আজো
পারি নাই লাখ মানুষের
দাম দিতে বিসর্জিত রক্তের ।
বিজয়ের পটভূমি ছিল-
হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খৃষ্টান
রাখবো সবাই সবার মান,
একটা স্বাধীন জাতি হিসেবে
ধর্ম বর্ণ নির্বিশেষে
পথ চলবো একসাথে।
বুঝি নাই আজও
দেশপ্রেমিক সাজো
ঘর ভাঙ্গো এদের
পুড়ে মারো ওদের
তাড়িয়ে দাও তাদের।
দেশের টাকা মারো
বিদেশে প্রাসাদ গড়ো
আর যাই করো
বক্তৃতা বেশ পারো।
আর কতো?
ধিক্কার জানাও নিজেকে
রাখো বুকে হাত
নইলে যাবে জাত
দৃঢ় কন্ঠে বলো
মনের সকল কালো
আজ থেকে দূর হলো।