ইট পাথরের খাঁচা ছেড়ে
প্রকৃতির বিশালতায়
হারিয়ে যেতে মন চায় ।
কর্পোরেট মনটা আজ
আর্তনাদ আর চিৎকারে
অগোছালোয় উঁকি দেয় ।
স্বপ্নীল এই ভূবন
অহংকার আর অহমিকায়
ঠেলে দেয় অজানায় ।
শিশিরের জল গুলো
দারুন কষ্টাঘাতে
অসীমে ফিরে যায় ।
মানব সুহৃদয়
লোভ আর আধুনিকতায়
পশুকেও হার মানায় ।
পদ মর্যাদার উচ্চতায়
যত চাপ তত সয়
হারে তবু নিষ্ঠুরতায়।
(সংশোধিত)