মানুষ বড় আশ্চর্য ভাই
এই আছে এই নাই
অনিশ্চিতে ছুটে চলা
কারও তবু থেমে নাই।
কারণে অকারণে তাই
হই মোরা ঠাই ঠাই
জানা নাই মানাও নাই
মোর চেয়ে কেউ বড় নাই।
শিখতে চাই শেখাতে চাই
সময় একদম হাতে নাই
অর্থ চাই শ্রম নাই
যাহা দেখি তাহাই চাই।
সূদ খাই ঘুষ খাই।
সবার শুধু খাই খাই
উপায় নাই ধৈর্য নাই
বাঁচতে নাকি মানা চাই।
এসবের শেষ নাই
মান যায় দাম চাই
জীবনের শেষ কোথায়
নিশ্চিত তবু ভুলে যাই।