স্বপ্ন দেখি এখনও আমি
বাড়ির পাশে ঝাউবনে
বাসা বাঁধবে টুনটুনিরা
আলো জ্বালাবে জোনাকিরা
রং ছড়াবে প্রজাপতি।
স্বপ্ন দেখি এখনও আমি
পদ্ম পুকুরে মধ্য দুপুরে
ছন্দ মিলাবে বৃষ্টি,
ঘাটে বসে আনমনে বধূ
প্রিয়জনে দিবে দৃষ্টি।
স্বপ্ন দেখি এখনও আমি
ছোট্ট একটা ঘর-বাড়ি
ফুল ফলে যাবে ভরে,
রান্না ঘরটার ঠিক পাশে
লাল কলমি আর পুঁইশাকে।
স্বপ্ন দেখি এখনও আমি
মাদল গাছে দোয়েল পাখি
মোরগ ডাকবে ভোর রাতে,
জানালার পাশে বকুল গাছে
ফুল কুড়াবে সেই মেয়ে।
স্বপ্ন দেখি এখনও আমি
সবুজ গাছ দুই পাশে
আঁকাবাঁকা মেঠোপথে,
রূপসীরা যাবে হেঁটে
রাখাল দিবে গান জুড়ে ।
স্বপ্ন দেখি এখনও আমি
বৌছি আর গোল্লাছুটে
পাড়া শুদ্ধো যাবে মেতে,
চেঁচামেচি আর হৈচৈ এ
মোড়ল চাচা যাবে রেগে।
স্বপ্ন দেখি এখনও আমি
পথের মোড়ে গাছের ছায়
গল্পের ঝুড়ি পেঁয়াজ মুড়ি,
লুডু খেলবে চাচী মায়
দাদী খাবে সুপারী তায়।
স্বপ্ন দেখি এখনও আমি
দখিনা বাতাসে নাকডাকা ঘুম
আত্মীয় আসায় রান্নার ধুম,
বাদল দিনে নেই মানা
মায়ের কাঁথায় নকশা টানা।