জীবন যদি এমন হতো
সেই কবিতার মতো,
যার ছন্দে ছন্দে তালে তালে
হৃদয় ছুয়ে যেতো।
জীবন যদি এমন হতো
লাল গোলাপের মতো,
কোমল পাপড়ি মাতানো সুবাসে
প্রিয়জনে শোভা পেতো।
জীবন যদি এমন হতো
শঙ্খচিলের মতো,
সাগর পাহাড় মাঠে বনে
উড়াল দেয়া যেতো।
জীবন যদি এমন হতো
ওই রংধনুটার মতো,
যার সাত রঙে রঙচিত্তে
চোখ জুড়িয়ে যেতো।
জীবন যদি এমন হতো
ছুটে চলা নদীর মতো
খলখল স্রোতের টানে
গা ভাসানো যেতো।