সূর্য তাপে উত্তপ্ত, বৃষ্টিতে হাঁটু জল
চলতে ফিরতে দুর্গন্ধ, তবু মানুষের ঢল ।
আকাশ ছোঁয়া ভবন, তবু পথে কারো বাস
এত সবের ভীরে, কারও ঠাঁই খোলা আকাশ ।
একটি চাওয়া সবাই চায়, জিততে হবে মোরে
হারতে কেহ চায়না, তাই সবাই খেলে মরে ।
জ্ঞানের মাঠে লড়াই, যেন সবাই মহাজ্ঞানী
মানামানীর আড়ালে, তাই চলে হানাহানী ।
স্বচ্চল পথ অচল যান, থমকে থাকে স্বপ্ন
সব কিছুতেই ভেজাল, আর সুদ-ঘুষ দ্বিধা-দ্বন্দ্ব ।
মন্দে হলেও ধন্য, মোরা দুর্নীতিতে শীর্ষ
মঞ্চে উঠে গলাবাজি, মোরা করেছি অনন্য ।