সহস্র জনের ভীর
চলছে সকলে স্রোতের টানে
আমিও হাঁটছি সে পথে,
অশান্তির পথ - তবুও কেহ নেই থেমে
অন্যায় আর মিথ্যে- ভর করা স্বপ্নে সকলে।
সবার কণ্ঠে একই ধ্বনি
ক্ষমতা আর লোভের হাতছানি,
জুলুম বিবাদ হীনমন্যতা
তোষামোদ খোশামোদ আর চতুরতা।
কারো মাঝে নেই- সামান্য মানবতা
অসাধু অকাজে আবার - চলে সমঝোতা।
আমিই সব সবই আমার
থেমে দাও পথ এগিয়ে যাবার
ভাবটা সবার এমন হবার।
হাঁটছি এ কোন পথে ?
যে পথে নেই - কেউ আপন হতে
একজন খোঁচাতে ব্যস্ত - অন্যজনের পিছে ।
বিবেকের তাড়নায় থমকে দাঁড়াই,
এ যে মিথ্যে স্রোত- ধ্বংস হবার
উন্মুক্ত সবাই মনুষত্ব হারার
চোখ খুলছে পিছু হঠবার ।
ফেরালাম নিজেকে –
দেখছি - এ পথ অনেকটা জনশূন্য
জোর করে বলতে পারি – আমি হয়েছি ধন্য।
নেই গেঁড়াকল নেই বিদ্বেষ
নেই লোভ আর নেই কোন ক্লেশ।
ভেবে দেখলুম- এ পথেই স্বস্তি
নেই ঝঞ্ঝাট আছে শান্তি।