ঝরা পাতার ন্যায় জীবন
ছন্দ নেই আছে বিষাদ
নির্জীব নিষ্প্রাণ।
বৃন্তে রস নেই ঝরে গেছে
সহসা উড়ায় ধূলার বুকে
আউলা বাতাসে।
বিচ্ছিন্নতার বিরহে কাতর
মাকড়শার জালে ছেয়ে গেছে
অবহেলার ফুলদানিতে।
শিরায় শিরায় বোনা স্বপ্নগুলো
ভীষণ অভিমানে কাঁদে
ভেঙ্গে পড়ে মরমরে ।
নিশ্চিহ্নে ভয় নেই শুধু অপেক্ষা
বিদায়ের সমাধিতে
পিঁপড়েরা কবে বাসা বাঁধে।