মেঘ যত ঘণই হোক না কেন- স্থায়ী নয় সে ,
সূর্য তার সময় বুঝে ঠিকই উঁকি মারে আকাশে,
তার মহত্ত্ব বিলাতে  কখনই ভুল করে না সে।
হোক ‍না যতই বন্যা -ক্ষরা, শুধু সময়ের প্রত্যাশা-
সবুজের ছোয়ায় আবার চারিপাশে , প্রান ফিরে আসে;
ফিরে আসে হাসি আবার অসহায়ের ঘরে।

ফুল ঠিক সময়েই আপন  সুবাস ছড়ায় বাতাসে,
গাছে গাছে ফেরে ফুল- নতুন পাতা,
রুক্ষ শুষ্ক ডালে-শীতের শেষে;
মৌমাছি মধু নিতে ভুলে করে না, ফুল ফুটে গেলে।
নিজ সময়ে সব কিছুই ছুটে চলে দুর্দান্ত গতিতে
সময় ফুড়ালে, শ্বাস নিবে না দাড়াবে ভুলে যায়
সব কিছুই থেমে যায়, গতিহীনতায় নিস্তব্ধতায়।

খেলার একটা সময় আছে, হার জিতেরও বয়স আছে,
মন চাইলেই গোল দেওয়া যায় না প্রতি বলে বলে।
তবে খেলা যা, সব খেলেন উপরওয়ালা- ঐ উপড়েই বসে।
অবিচার নাই তার কোন , সহজ কঠিন  আদেশে-
যতই খেলিনা খেলা অন্ধের বেশে,
ফলাফল যা আসে, তা যাবে শুধু ন্যায়েরই দেশে।