চল আজ সবাই এক সাথে ধরা দেই;
হাতে হাত তুলে ধরিয়ে দেই নিজেকেই
রণে রক্ত ঝরিয়ে আর কি হবে?
রক্ত যা ঝরবার তা তো শুধু ঝরবে,এই দিকেই
প্রতিদানে আতংকবাদী, জঙ্গী, সন্ত্রাসী
                        -কত উপাধিই না জুটবে।

তারা তো শুধু ঘরে বসে, টিভিতে দেখবে
হৃদয়ের কষ্টে হায় হুতাশে, আর্তনাদ করবে;
আসবে না কাছে, দাঁড়াবে না পাশে
আমাদের একার পক্ষে আর কতটুকুই হবে।

কেন এমনটা বলি ভাই, পড়ে গেছি বাস্তবতায়,
যুদ্ধে-খেলায় একতা ছাড়া কি জেতা যায়?
পাশে থাকলে মনোবল, সাথে থাকলে বাড়ে বল,
এখন যে খুবই দরকার লোকবল।

এমনটা বুঝি আর হবার নয়, অবস্থা যে তাই কয়
পড়ে গেছে তারা মহা দ্বন্দ্বে, যা ছিল তাই বুঝি রবে
এমন ধারণা ঠিক নয়, আমরা আশা ছাড়বার নয়,
হাতে পড়বো হাত কড়ি, কোমরে ওঠাবো দড়ি
টেনে নিয়ে যাবো প্রয়োজনে, এ সংগ্রাম যুগ যুগান্তরে,
দেখে নিও হবে জয়, এই বৈষম্য আর নয়।