ছুটি হয়ে গেছে- সবাই আপন সময় কাটাচ্ছে,
ছুটো ছুটি করে মনটাকে আবার,
                            নতুন করে সাজাচ্ছে।
দিকে দিকে আজ রং এর ছোঁয়া
স্নিগ্ধ কোমল প্রাণের হাওয়া
                                বয়ে বয়ে যাচ্ছে
                 যেন নতুন নতুন স্বপ্ন সাজাচ্ছে।

আর আমি- পারছিনা আর বইতে বোঝা
খুঁজেছি অনেক- তবে শেষ হয়নি খোজা
                  পারিনি হতে গণ্ডি ছাড়া
                  দু পায়ে যেন ঘণ্টা বাঁধা
                       চলতে গেলে চারপাশে-
                       কেবল পড়ে যাচ্ছে সাড়া।

চলছে শুধু উজান বাওয়া-
             ভাটির পথ যেন আমার উল্টো চলা
                          সবই আমার ছন্দ ছাড়া।

হয় না পাওয়া ছুটির আবাহন
দিন যেন আমার হয় না অবসান
জীবনের পথে যেন আমি বড়ই বেমানান।