ন্যায়ের মশাল জ্বেলে-
     আগামীর আহবানে
     আমি আলোর পথের দিশারী;
     আমি সত্যের পূজারী।

আমি সত্যের সাথে আছি
আমি ন্যায়ের সাথে বাঁচি
সত্য ন্যায়ের সংগ্র্রামে আমি
সত্য পথের অতন্দ্র প্রহরী।

আলো আধারী খেলায়,
শত শত ছলা কলায়,
             বিরূপ মনের জ্বালায়
স্বার্থান্বেষী স্বার্থের নেশায়;
নিভিয়ে দিক সব আলো
             ধ্বংস করুক মনুষ্যত্ব,
ধ্বংস করুক লোকালয়
করুক শত প্রাণের ক্ষয়
আমি স্থির- আমার নেই কোন সংশয়।

ভয়হীন আমার প্রাণ-সিনা করে টানটান
আমি গাইবো সত্য জয়ের গান।
সত্য আমার সত্য যেন,
                      শিখা অর্নিবান।