পরিস্থিতি পাল্টাতে সময় লাগে না
        শুধু সময়ের অপেক্ষা।
আজ আমি আছি যেমন-
আমার যত আক্ষেপ, যত দুর্ভোগ
        সবই সময়ের পরীক্ষা।

আমি বুঝতে পারি সব-
তাই তো থাকতে চাই, অটল অবিচল।
কিন্তু দুর্বল করে দেয় অস্থিরতা-
কারন মন যে আমার বড়ই চঞ্চল।
সে মানতে চায় না সীমাবদ্ধতা
থাকতে চায় না সু-শৃঙ্খল
বুঝতে চায় না কোনটা সময়-
আর কোনটা অসময়।

চলতে চায় স্রোতের বিপরীতে
সব কিছুই করতে চায়
নিজের  মতন

যদিও সে জানে-সব কিছুর জন্যই
সময় প্রয়োজন।
সময় ঘুরে ঘুরে- বারই সময় আসে
কারো তরী ডোবে আবার কাটার ঠোসে।
সবই আছে ইতিহাসে- কত জাতি গেছে
ধ্বংস আর ধুলোর সাথে মিশে।
আবার কত- এগিয়ে এসেছে,
জয়ের হাসি হেসে।

এখন আমার চলছে দুর্যোগ-
প্রতিরোধ করছি একের পর এক
সকল আঘাত অনুযোগ
মনকে শক্ত করছি, শান্ত করছি স্বভাব
আমার ও সময় আসবে-
  দূর হবে যত দুর্ভোগ, দূর হবে সব অভাব।