চুলগুলো পড়ে পড়ে টাক বেড়েছে-
                        পাকও ধরেছে চুলে;
দাড়িগুলো সব- একে একে সাদা হয়েছে,
                     - বয়সের তালে তালে।
দিনে দিনে লোমগুলো সব সাদা হয়েছে,
দেহটাও বেড়েছে সমান তালে-
                         আকারে আয়তনে।
সবই ঠিক আছে, যা যা দেখা গেছে,
      সমস্যা শুধু মানষিক বিকাশে।

দিনের পর দিন, শত দিন কাটিয়েছি
     কত শত মানুষের সাথে মিশেছি,
     প্রাণ খুলে বলেছি কতই না কথা,
বলেছি আর বলেছি,  
                    ভাবিনি ছাতা মাথা।
মানুষ আমাকে ভেবেছে কতই না কি?
                          জ্ঞানী না বোকা?

উদ্দেশ্যহীন কল্পনায়-
       পরিকল্পনাহীন জীবন চালিয়েছি;
চাইনি কখনো আকাশের পানে,
          খুঁজিনি কখনো জীবনের মানে;
বুঝিনি বাতাসের গতি,
                 পরিবর্তিত মানুষের মতি;
যা ছিল তাতেই সুখে থেকেছি,
               সব নিজের মতই ভেবেছি;
ছেড়ে দিয়ে সব ভাগ্যের হাতে-
বুঝেছি আজ আমি কতটা অন্ধকারে।

ঠকে ঠকে আজ হারিয়েছি পথ
অসহায়ের মত হাতড়ে ফিরছি সব;
আছে মাথা, দেহের উপরে সোজা-
দেয় না সে কোন সংকেত,
নাই তার কোন ভাল মন্দের ভেদাভেদ।

পড়ে গেছি আজ মহা বিপদে,
                   জড়িয়ে গেছি শিকলে।
পাচ্ছি না খুঁজে আজ আর কোন উপায়,
                 এই বুঝি প্রান যায় যায়।