দূর থেকে দূরে-তাকাই যত দুরে
পাই না কোন শেষ,
ঋণের দায়ে বন্দি আমি-
জীবন বুঝি এখানেই শেষ।
জীবনের আশা-যত ভালবাসা
সব দিয়েছি বেঁচে
ঋণের দায়ে।
জীবনের দায়ে এখন চলছি ভব ঘুরে,
চলছি খুঁড়ে খুঁড়ে-যেন মহাদেশ জুড়ে,
তবু পাই না কোন আশা-
নাই কোন ভরসা
কোথায় হবে এর শেষ।
ভুলে গেছি জীবনের মানে
দিন কাটে ক্ষন গুনে গুনে,
পড়ে যাই বিভ্রান্তে- আতংকে সংশয়ে।
আনমনে, মন ভুলে যায় সব
থাকি সর্বদা ঘোরের মাঝে;
যেন আমি একা আর
চার পাশ ঘন অন্ধকারে ঢাকা
কেই নেই আমার কোন খানে।