আমি মিথ্যুক,
             তার মানে আমি মিথ্যাবাদী
এই গুন নিয়ে আমি অনেক আশাবাদী,
আমার এইগুন আমাকে অনেক দূর নিয়ে যাবে
এর সাহায্যে আমার অনেক সাফল্য আসবে,
এর সাহায্যে হবে আমার অনেক টাকা বাড়ি,
এর সাহায্যে হবে আমার
           অনেক দামী দামী গাড়ি,
সাথে হবে সুন্দর সুন্দর তিনচারটা নারী।

আমি মিথ্যুক,আমি মিথ্যাবাদী
ছলায় কলায় আমার ওজন সবচেয়ে ভারী,
আমি যে দিকে যাই, ভাই সব লুটে পুটে খাই
আমার ক্ষুধার কোন শেষ সিমানা নাই;

আমি চাই শুধু চাই
             আমি কোন কাজের মাঝে নাই,
সহজ সরলের আমার ছোয়ায়
                      বাঁচবার কোন উপায়ই নাই্;
তাদের সবই আমার সব-
গাড়ী, বাড়ি, টাকা, পয়সা, ঘর

আমি একাই অনেক দুর যাব-
সবার উপরে বসে ছড়ি ঘুরাবো,
গাই বো আর শুনবো মনের সুখে,
                     ঝাকানাকা গান
যা খুশি তাই করে শান্ত করব আমার,
                            অতৃপ্ত প্রান।

কে আছে এমন আমার মত জ্ঞানী
দু’হাতে কুড়াবো আর উড়াবো টাকা কাড়ি কাড়ি
আমি মিথ্যুক আমি অনেক বড় জ্ঞানী।