পড়ে গেছিলাম মোহের গর্তে
টেনে নিয়ে গেছিল আমারে,
  স্বপ্ন জয়ের পথ দেখিয়ে।
রইতে পারবো নিশ্চিতে-ভাল থাকবো
আমিও এগিয়েছিলাম
                      এমন সব আশাতে।

সেই সব আশা এখন গুড়ে বালি।
আতঙ্ক আর নির্ঘুম রাত
    এখন আমার একমাত্র সাথী
অর্থ সম্মান সব দিক দিয়েই
                           আজ নি:স্ব আমি।

খোকা খোকা – সবই খোকা
         সবাই ছিল ধোঁকাবাজ-
ধোকায় ধোকায়, ধোকার জাল বুনে
       সব কিছুই শেষ করে দিল
            নিঃস্ব করে দিল।
সব দিকেই এখন হায় হুতেশ!

যাবার বেলায় এমনই টান দিল-
খড়-কুটো যা পেল তার সবই নিয়ে গেল
আর আগাছা হিসেবে শুধু
                           আমায় রেখে গেল।

নিরব নিষ্টুর অপরাধী সেজে
যেন বসে আছি আমি একা ভরা মজলিসে।
পথ চলি তো চলে না,
দিন যায় তো যায় না
যেন কেয়ামত শেষে-
আমার স্থান হয়েছে জাহান্নামে শেষ স্তরে।