বিশ্বাস করুন ভাই, অবিশ্বাস আমার মাঝে নাই!
যখন যেখানে যাই, শুধু আড়ে আড়ে চাই,
যাহার যাহা, আমার তাহা-
                    সবই যেন নিজের করে পাই।

স্বভাবে সরল, আমি ভদ্র দারুণ-
আমি অনেক মজার মানুষ,
আমি সবার মন-মজার রসে ভিজাই,
আর স্বপ্নের রঙ্গে রাঙ্গাই।

আমি কল্পনার রঙ্গে রঙ্গিন, আমি স্বপ্ন বিলাসী-
আমি আরও আরও বেশি দূরদর্শী,
কারণ আমি বিশ্বাসী, আমি যে অতি বিশ্বাসী!

আমার হাতটা ধরুন-
           এবার আপনার সব আমার ঘরে আনুন!
দেখবেন ধনে হবেন ধন্য-থাকবেনা কোন দৈন্য,
লাভ শুধু লাভই পাবেন, আনেন সব আনেন,
                       সব আমার কাছে আনেন!

বিশ্বাস করুন ভাই-
আমার নিজের প্রতি আমার বিশ্বাসের কমতি নাই
আমি শুধু চিনি আমারে-
আমি ছাড়া আর সবাই আমার পর,
কারণ আমি অতি বিশ্বাসী, আমি অতি স্বার্থপর।

বিশ্বাস করুন,
আজ শুধু, একটু বিশ্বাস করেই দেখুন,
যখন যার দিকে নজর দিয়েছি-
                  যারে একটু সুনজরে দেখেছি
তার সব আমার নিজের করে নিয়েছি;
তারে স্বপ্ন দেখার শেষ স্বপ্ন আমি ভুলিয়েছি,
কারণ আমি যে বিশ্বাসী,
তার চেয়েও বেশি, আমি অতি বিশ্বাসী!