ভেসে যাচ্ছে- আমার হৃদয়ের ঘর
থৈ থৈ জ্বলে,
ক্লান্ত দেহটা রে-ক্ষত বিক্ষত করে
টেনে নিয়ে যাচ্ছে, সাথে -আমারে
কোন এক অজানার জগতে।
কোন দিক নাই, কোথা-ও ঠাই নাই
পথ, সেতো কবেই গেছে –
পাহাড়-পর্বত, আর সমতলে হারিয়ে।
তবুও খোঁজে ঠাই –
শ্রান্ত দেহটায়, একটু বাঁচার আশায়,
বুক ভরে শ্বাস নিতে যে- সে চায়;
ডুবে আর ভাসে-ডুবে আর ভাসে
তার কি সে উপায় আছে?
কত নির্ঘুম, রাত-ই যে তার শঙ্কায় কাটে,
কখনো বহে হাওয়া- আবার ঝড়ো হওয়া
কখনো প্রখর তাপ, আবার দীর্ঘ নিস্তব্ধ- চারিধার।
কত যে ডাকে মন ,কত যে আপন জন
কে আছে কোথা, পাই না কারো সাড়া
আজ আমি একা, আজ বড়ই একা;
সিমাহীন মহাদূর্যোগে, পড়ে গেছি- অথৈ সাগরে।