দুরে দুর্দিনে দুরে আছে যারা
তাদের সুখের কামনা- মঙ্গল কামনা
                   আমি করেই যাবো।
তবে বলে যাবো হেসে, দীর্ঘ শ্বাসের শেষে
যতই হওনা দামী, যতই হওনা নামী
চীর অমর সুখে- কেউ থাকতে পারেনা।

দেখো যদি পার ইতিহাস ঘেঁটে-
দেশে-দুর দেশে, শত বছরের শাসন শেষে
কত রাজার রাজ্য ই না গেছে-
                          ধুলোর সাথে মিশে।
কেউ তাদের হয়ে আর তুলে না মাথা,
কেউ তাদের হয়ে আর বলে না কোন কথা।
সময় ঘুরে ঘুরে এমনই করে-
                    দেখিয়ে চলে তার খেলা।

দেখেছো কী কখনো চোখ মেলে-
    কত উদ্বাস্তু, কত ভিকারীর ছেলে
    ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে, পেটে হাত চেপে
                  চলেছে হাত পেতে পেতে।
আজ তারা বিশ্ব জ্বয়ের পথে,
     কত শত রয়েছে আবার অমরত্বের রথে।

সব কিছুই পাল্টায়, সময় পাল্টায়, স্থান পাল্টায়
      দাগ মুছে যায়,  চিন্হ উঠে যায়
      কিন্তু  হৃদয়ের দগদগে ক্ষত অমর হয়ে রয়।