তুমি অন্য কারো সাথে বেধো তোমার ঘর
চির তরুণ কল্যাণে ভরা আনন্দের হিল্লোল
বয়ে চলুক অবিরত তোমার মনে-
সীমাহীন আনন্দের কল্লোল।

ছোট্ট এই জীবনের কতটুকু ই বা সীমা
বয়ে চলো মহানন্দে পরম সুখে-
দুরে থাকুক তোমার সব দুর্ভাবনা।

অজানার পথে হেঁটে হেঁটে-
                  তুমি হারাবে ই বা কেন?
তোমার ছোট ছোট সব সুখ-
                   আর মনের কামনা।

বয়ে যাও তুমি, যাবে তো যাও তুমি
               তোমার সুখের অনেক ভাবনা!
আমার এলোমেলো পথ, অগোছালো সব-
                 এসব তোমার হতে পারে না।

দুরে ই থাকো তুমি, সরে যাও দুরে
                           বাঁধো সুখের ঘর?
কতশত পেরেশানি, ব্যর্থতার গ্লানি
কেবলই আমার- সব অমর হোক।