চারপাশে শূন্যতা বিরাজ করে,
        ঘরের যে কোনায় তাকাই-
               শুধুই হাহাকার।

নিস্তব্ধতা, চারপাশের শুনশান নীরবতা
চেপে ধরে আমায় নিদারুণ নিষ্ঠুরতায়।
     যেন শুনতে পাই নিজের ই বুকের
               ধুক ধুক আওয়াজ;

    খা খা করে বুক যে দিকে তাকাই-
    অনুভূত হয় তোমার বিচরণ
    মনে হয় যেন এই বুঝি এগিয়ে এলে
    এই বুঝি ডেকে উঠলে-
            কই গো? হলো তোমার?

তোমায় ছাড়া-আমি নিঃসঙ্গ শান্তি হীন
তোমার শূন্যতায়-ক্লান্ত দেহ ঘুম ভুলে যায়,
অনুভব করি তোমায়, অনুভবের অনুভবে-
তোমার অনুপস্থিতিতে কাজের সময় হারাই,
        বিশৃঙ্খলায় এলোমেলো হয়ে যাই।


অনুভব তুমি আমার-
আমার অনুভূতিতে তোমার বিচরণ;
তোমায় ঘিরে কাটানো,
            প্রতিটি মুহূর্ত আমার স্মৃতি
সেই শুরু থেকে আজ অবধি-
        সব সুখ-দু:খ, ঝগড়া-ঝাঁটি
        হাসি-কান্না সব মিলে মিশে মাখামাখি।

তুমি শুধুই আমার-
আমি সব কিছুতেই ঠিক আছি
আমি অনেক কিছুই ছেড়েছি
      অনেক কিছুই ছাড়তে রাজি
      শুধু তোমায় ঘিরেই স্বার্থপর।