শিখে গেছে বাঙ্গালি,
দাবি আদায়ে-বুক পেতে গুলি খাওয়া খুব জরুরী।
শিখিয়ে গেছেন ৫২ তে,ভাষা শহীদ ভাই
আজো দেখলাম রাজপথে সেই একই অবস্থাই।
যুগে যুগে বাঙ্গালির অর্জন তত,
শাসকের গুলিতে হয়েছে হৃদয়, যত ক্ষত বিক্ষত;
গুলিতে এসেছে ভাষা,
এসেছে স্বাধীনতা,
এসেছে গনতন্ত্র।
আজো সেই, বাঙ্গালি হায়!
বৈষম্যহীন সমাজের আশায়,
দাবী আদায়ের দৃঢ় সংকল্প নিয়ে,
রাজপথে রক্ত ঝরায়।
র্দূভাগ্য হায়, ৭ই মার্চ আসে আর যায়
উচ্চস্বরে বাজে বঙ্গবন্ধুর ভাষণ,
কিন্তু কেউ শিখলো, না তার দিক-দর্শন।
রক্ত দিলে বাঙ্গালিকে আর দমিয়ে রাখা যায় না।
অত্মাচারীর অত্মাচারে বাঙ্গালী চুপ রয় না।
জেগে উঠে বারে বারে,
দুঃশাসনের অবসান ঘটায়, আপন প্রাণের বিনিময়ে।
যুগে যুগে এসেছে শাসক যত,
সকলের হৃদয় যেন পাথরের মত-
হরতাল, অবরোধ, ধর্মঘট আর সংঘাত ছাড়া
হৃদয়, তাদের যেন টলে না।
সরল কোন ভাষায় যেন, তাদের হৃদয় গলে না।
জনগণের ন্যায়্য দাবীতে,
আজো তাদের গায়ে জ্বালা ধরে
শেখেনি তারা ৬দফা হতে,
অত্যাচরে, নির্যাতনে দাবী দাবিয়ে রাখার চেষ্টা
এবং কি ঘটেছিল তার ফলাফলে?
আজো কঠিন ব্যাপার তাদের কাছে,
জনগণের দাবীপূরণ ।
এর জন্য আজো তাদের চাই,
তাজা তাজা প্রানের রক্ত ক্ষরণ।