বিশ্বাস কর ভাই,
                  আমি তোমার শত্রু ছিলাম না,
এমন ভাবনা -
             কখনো ছিলো না, আমার ভাবনায়।
কতটা পথ চলেছি, কতই না পথ হেঁটেছি,
                               আমরা সাথে সাথে।
আমার আরও অনেক দূর যাবার সাধ ছিল –
             এই আকাঁবাকা কঠিন পথ টা ধরে।

অনেক ইচ্ছা ই ছিল আমার!
আমার ইচ্ছাগুলো ছিল,
     প্রজাপতির ডানার মত, অনেক রঙ্গে রঙ্গিন।
কতই না, নতুন নতুন স্বপ্ন সাজাতাম,
                                   আমি রাত দিন।

আমি বেড়াতাম মুক্ত পাখির মত- উড়ে,
উড়ে উড়ে দেখতাম আর ভাবতাম,
একদিন নিশ্চয় সাজাবো, আমার চারপাশটা
আমার দেশটা,আমার স্বপ্নের মত করে।

আমি জানি, তোমার ইচ্ছাও তাই-
আমাদের ইচ্ছা, আমাদের উদ্দেশ্যে,
                                কোন পার্থক্য নাই,
পার্থক্য যা, তা তো শুধু, মতামতে, তাই না?

যে ভয়, আমার মনে ঘুরে বেড়াতো,
আমি জানি, সে ভয় আজও,
                              তোমার বুক কাঁপায়;

হায়! শুধুই তো আমার, তোমার মত –
একটু ভাল থাকার ইচ্ছা ছিল;
যেমনটা তুমি আজও চাও,
             যার জন্য তোমার এত অধ্যবসায়।

বিশ্বাস কর-
             আমি কখনোই তোমায় শত্রু ভাবিনি,
তবে হে, ছিলাম, আমি ছিলাম,
তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে-
যেমনটা, সব খেলায়ই থাকে,
           হার -জিত, হার –জিত আর হার-জিত।

কিন্তু, তুমি আমায় প্রতিদ্বন্দ্বী ভাবতে পারলে না;
তুমি আমায় একটি বার সুযোগ দেবার,
                       প্রয়োজনও মনে করলে না;
দিলে না, একটিবার, আমার দিকে
                      করুণার দৃষ্টিটাও দিলে না।
কেন তুমি এমনটা করলে, আমার সাথে?
কিভাবে তুমি পারলে?

যাই হোক,
এবার তো একটু দাঁড়াও, একটু স্থির হও—
দেখই না এখন আমি কতটা স্থির,
                  একদম গতিহীন, স্পন্দনহীন!
আঘাতের পর আঘাত, কত রকমের আঘাত-
আমার তো হিসাবের খাতাই শেষ।

এবার আমায় শুধু এই টুকু বলে যাও-
আমার কি তখন রক্ত ঝরে ছিল?
আমি কি- কান্না করেছিলাম?
আমি কি বলেছিলাম,আমায় বাঁচতে দাও?
আমায় আর মেরো না,
আমায় আর মেরো না;
            উহ্! আমি আর পারছিনা ।

বিশ্বাস কর,
এখন আমার সে সবের আর
                      কিচ্ছুই মনে পড়ছে না।
আমার, আজ আর
              কিছুই ভাবতে ইচ্ছে করছে না;
আমার রং বে রং এর যত স্বপ্ন,
                           আজ রেখে গেলাম সব
ভাল থেকো, যত্ন করে সাজিয়ে রেখো সে সব ।