অনুরোধ করছি ভাই, সন্দেহের বসে
ভুলে ভুল করে যেন -
কারো ক্ষতির কারণ না হয়ে যাই।

ভুল যা ছিল, আজ তা সবই আমার দায়
মিলাতে চেয়েছিলাম জীবনের হিসাব
        কিন্তু কিছুই মিলাতে পারি নাই।

কুলে কুলে আজ যত ঘটেছে ঘটনা
         অঘটনের মাত্রায় -
ছিলাম না আমি তার  মূলে চুলে
        কিন্তু হায় ঢুকে গেছি দুর্ঘটনায়।

বুঝেও বুঝলো না কেউ,
দেখলো না অন্তরের ক্ষত, বিষাদ বিধ্বস্ত
অসহায় কম্পিত এক দেহ।

দিকে দিকে আজ শত রটনা,
কিছু তার সত্য বটে,
কিন্তু বাকি সব আর সহ্য করার মতো না।
হয়ে গেছি নিরুপায় -
অপরাধী শত অপরাধ করিয়ে গেল,
এখন সবই শুধু আমার একারই দায়।