ছলনা আর বিশ্বাসঘাতকতা -এই কি নিয়তি?
বিশ্বাস করে, আজ আরও একবার হেরে গেলাম আমি!
চলছি পথ, ছড়িয়ে ভালোবাসা -
মানবতা প্রেম, কত জনের প্রতি -কত আকুলতা!
ফলাফলে এলো কপটতা!

বোঝেনা মন, হতভাগা মন।
নিষ্ঠুর সব মনের -নির্মম নিষ্ঠুরতা।
হয়েছি ব্যবহার, হয়েছি উপহাস-
নিশ্চিত বোকামি উপহার পেয়েছে,
আমার সরল সব বিশ্বাস।
হয়েছি তামাশার -না জানি কতবার?

আজ ভগ্নহৃদয়, ভাষাহীন স্তব্ধ
বিশ্বাসের দুয়ারে ঝড়ো আঘাত, প্রতি আঘাত অনবরত ;
হয়ে গেলাম, হয়ে গেছি আমি  আবার বিভ্রান্ত,

এই কি মানবিকতা -এই কি মনুষ্যত্ব?