জীবনটা এক বাজি          হারতে নই রাজি।
দিকে দিকে যত ভয়        ক্ষয় হবে নিশ্চয়।
যত ব্যর্থতা গ্লাণী            দূর হবে জানি।
শত পরাজয় শেষে-
আবারো জেগে উঠবো নতুন হাসি হেসে।

আছে ভয়          জেনেও তবু আমি নির্ভয়।
শুরু যেমন আছে  
                    সব কিছুর শেষও আছে নিশ্চয়।
আমি আপন পথের পথিক,
জানি-
একটি সঠিক সিদ্ধান্তই জীবনের জন্য অধিক।
তাই তো ধরেছি পথ
                       আত্মবিশ্বাসে অনড় অবিচল।

জয়ের আশায়            হিসাব রেখেছি কষে
সফলতা চাই             জীবনের তরে
পেতে চাই তারে         যখনই সে আসে
ছাড়ছি না হাল           কোন পরাজয়ে।

মনে আছে দৃঢ় আশা     সংকল্প জয়ের নেশা
লাভের আশায়            যতই পড়ে যাই লোকসানে
যতই স্তব্ধ করে দিক ব্যর্থতার আঘাত
                            ক্ষণে ক্ষণে
আমি উঠে দাড়াবোই    খুজেঁ নেব পথ
ব্যর্থতা মেনে নেবো না কোন ভাবে।