১০০-ভাগ মেধার দেশে-
৫৬-ভাগ বন্দি হয়ে আছে।
অর্ধেক মেধা বন্দি রাখার, ফল হিসেবে-
দেশ, রডের বদলে বাঁশ পেয়েছে।
পড়েছিলাম কোন এক মহা গ্রন্থে
অর্ধেক শ্রম শক্তি ঘরে বন্দি রাখলে,
দারিদ্র আর অনাহারে, দেশ-
পদে পদে ডুববে আর ভুগবে।
কেঁদেছি এত দিন,
আর করেছি হায় হুতাশ
বুদ্ধিজীবী সব হত্যা করে, জাতিকে
পঙ্গু করে রেখে গেছে, সেই নর পিচাশ।
বুদ্ধিজীবী যারা-অমর তারা,
নিজ গুনে তারা জ্ঞানী;
কোন দিন শোধানো যায়নি,
শোধানো যাবে না
আমরাও যে তাদের কাছে ঋণী,
দেশ এগোয় না, তাদের ছাড়া
তাদের জ্ঞান ছাড়া,পদে পদে খায় ধরা।
১৬-কোটি লোকের দেশে,
আমার ১৯৩৪৫-দিন কেটে গেছে;
কিন্তু কেউ তো আমায় বলেনি, কোনদিন-
৫৬ভাগ মেধাবী ঘরে বন্দি থেকে,
রাতে দিনে ধুকে ধুকে-
হৃদয়ের গ্লাণীতে ক্ষয়ে গেছে।
৪৪ভাগ দেশ তো তাই,
৪৪ভাগই এগিয়েছে,
আর বাকি সব গেছে লুটেরাদের দলে-
দিনের পর দিন,
লুটে গেছে আর চেটে গেছে;
মহা যজ্ঞে, মহা আনন্দে।
আজ থেকে ঘটবে, সব কিছুর ইতি-
বন্ধ হবে চাটা আর চাটুকারের রাজনীতি;
মেধাবীদের এই দেশ, মেধাবীদেরই রবে
মেধা নিয়েই জাতি সামনে এগুবে,
অর্ধ শতকের গ্লানি,
পদে পদে যত মহামারী
একে একে সব ধুয়ে মুছে যাবে।