ক্রমশ ই ধাত্রীর মহীধর বিলুপ্ত পথে,
দিনদিন পারাবারের উদারতা হারিয়ে যাচ্ছে।
আঁধারের তীব্রতা এতই বেশী,
পাচ্ছে না কলম তার খাতা খুঁজে।

মানব সভ্য আজ কাপড় পরিধানে,
সভ্য তাদের কথা, সভ্য তারা নিজ নিজ ধর্মে।
কেউবা মসজিদে, কেউবা মন্দিরে,
কথা বলে যায় তারা মানবতার শ্লোগানে।

কথা ছিলো একসাথে,
মানবতার গান গাইবো একি সুরে।
তাদের শ্লোগান যে মসজিদ মন্দিরের চার দেওয়ালে,
থাকবে বন্দী, গিয়েছিলাম ভুলে।

বলে তারা নতুন বিশ্ব গঠন করবে,
ইট পাথরে সাজিয়ে রাখবে বিশ্ব গগনে।
পথের পাশে ইটের বালিশে,
ধর্মহীন জাতি ঘুমিয়ে আছে বিশ্ব তাকিয়ে।