প্রথম বইয়ের প্রথম অধ্যায় আমার হয়নি
অধ্যায়টি শেষ, কিন্তু সমাপ্ত হয়নি।
শুরু শুরুতে স্বপ্নে অধ্যায়ের অসমাপ্ত গল্প সাজাতাম
এখন আর বৃথা চেষ্টা করি না,
কেননা স্বপ্ন আমার হয়নি।।

নগরের সব মানুষ আমার হয়নি
নিয়েছে অনেক কিছু, কিন্তু কিছুই আমার হয়নি।
শুরু শুরুতে নগরে স্বপ্নের বীজ বুনতাম
এখন আর বৃথা চেষ্টা করি না,
কেননা এই নগর আমার হয়নি।।

তোমার কাজল বেয়ে পড়া চোখের জল আমার হয়নি
কেঁদেছি বহুবার, কিন্তু শেষ হাসি আমার হয়নি।
শুরু শুরুতে সুখে থাকার অভিনয় করতাম
এখন আর বৃথা চেষ্টা করি না,
কেননা সুখ কখনো আমার হয়নি।।