আকাশ কেনার স্বপ্ন ছিলো,
বলেছিলাম- দেবো।
- কোন আকাশ দিবে আমায়?
বলেছিলাম- যেমন তুমি চাইবে
লাল নীল সবুজ হলুদ কিংবা অন্য কোনো রঙের
যেমন তুমি নেবে।
- তুমি পারবে কি দিতে যেমন আমি চাই?
- চেয়েই দেখো তবে একবার।
- চাই না আমি লাল নীল সবুজ হলুদ
কিংবা রঙিন কোনো আকাশ।
শুধু আমায় দাও তুমি তেমন
একটি আকাশ- যেখানে চলে মেঘের সঙ্গে
সূর্যের লুকোচুরি, খুনসুটি আর মিতালী।
এমন একটি স্বপ্নীল আকাশ!
যেখানে ওড়ে স্বপ্ন রাশি রাশি।
আমায় পারবে দিতে তেমন একটি?
বলো পারবে? পারবে দিতে তেমন আকাশ?