ভালো লাগে না-
তবুও ভালো লাগাতে হয়; ভালোবাসতে হয়
ভালো লাগে না-
তবুও হৃদয় দিতে হয়; হৃদয় হারাতে হয়
ভালো লাগে না-
তবুও যেতে হয় সব দিয়ে; সবকিছু ছেড়ে
ভালো লাগে না-
তবুও ওঠে কাল বোশেখীর মাতাম
ভালো লাগে না-
তবুও আসে জৈষ্ঠের খরতা; চৌচির চারিদিক
ভালো লাগে না-
তবুও নামে আষাঢ়ের বান; হৃদয়ে প্লাবন
ভালো লাগে না-
তবুও আসে ভাদ্রের তাল পাকা তাপদাহ
ভালো লাগে না-
তবুও চলে যায় অগ্রহায়ণের সোনালী বিকেল
ভালো লাগে না-
তবুও আসে মাঘের শীত; দুঃখী মায়ের অশ্রু
ভালো লাগে না-
তবুও ছেড়ে যায় চৈত্রের দুপুর; বসন্তের সুখ
ভালো লাগে না-
তবুও মনেতে বাঁধে বাসা; আশা জাগানিয়া।
--- ০৯.০৫.২০২২ ---
রূপপুর, ঈশ্বরদী।