অচেনা পথে হেঁটে কতো
চলেছি অজানা পথে-
আপন হয়েছি; আপন করেছি কতো
হারানোর ব্যথা সে-ই তো জানে
ভালোবাসতে পারে যে-ই জন
কতো জানা কতো চেনা
কতো শত শত মুখ!
মুখোশের আড়ালে ঢাকা পড়ে
চেনা-জানা সে অচেনা মুখ!
সৃষ্টির সেরা আশরাফ আমরা
বলি শুধু মুখে মুখে-
কৃত কর্মে শয়তান হারে;
খোদার আরশ কেঁপে কেঁপে উঠে।