পড়ন্ত বিকাল!
নিবু নিবু ময়ূখমালী।
বাঁশ পাতার ঝিরিঝিরি শব্দ
কোকিলের কুহূতান,
মন মাতানো ঐক্যতান।
বিরহী চাঁদ!
মায়াবী জোৎস্না,
মায়া ভরা রাত-
রাতের নিস্তব্ধতা।
অজানা ব্যথা-
না পাওয়ার ব্যাকুলতা,
আশা জাগানিয়া,
শুধু ছুঁটে চলা।
ক্লান্ত পথিক-
পথিক! তুমি পথ হারাচ্ছো?
তুমি কি থেমে যাবে তবে?
নাকি চলবে অজানার পথে?
জান কি তুমি?
পথক্লান্তি! পথ পাওয়ারই
পূর্ব লক্ষণ, চলতে থাকো-
ক্লান্তহীন ভাবে, আপন লক্ষ্যে,
প্রভুর পানে।