ব্যস্ততা!
ব্যস্ততায় বড়ো একটা সময় নিজেকে
নিজের কাছে থেকেও ঠেলে দেয় দূরে;
দূর কোন বনো ভূমিতে
আমার ব্যস্ততা; বাড়ায় তোমার শূন্যতা!
ব্যস্ততার আঁধারে খুঁজি আলো আমি
অথচ আলোর ঝুড়ি নিয়ে আজও বসে আছো তুমি
ব্যস্ততা বুঝতে দেয় না প্রিয়সীর মন; মনের আকুতি
ব্যস্ততা!
ভেঙে দেয় প্রেম-ভালোবাসার বন্ধন!