বায়ান্ন  দেখিনি, দেখিনি ঊনসত্তর
গণঅভ্যুত্থান মানুষের ঢল, দেখেনি একাত্তর
লাখো শহীদের লাশ, রক্তাক্ত প্রান্তর
বিজয় মুক্তির উল্লাস।
স্বাধীনতা!

আমি রক্তাক্ত পঁচাত্তর দেখিনি-
দেখিনি সেনা-জনতার আনন্দ মিছিল
ঝাপসা আলোয় দেখেছি নব্বই
স্বৈরশাসকের পতন-পরাজয়। দেখেছি
জাতির বেইমান ছিয়াশি ও ছিয়ানব্বই।
দেখেছি আমি; দেখেছি দুই হাজার আট
পতনের ধ্বনি!
পরাধীনতার শৃঙ্খল।
বাকরুদ্ধতা! দুর্বিষহ জীবন;
টিকে থাকার দুরভিসন্ধি!


দেখিনি, সালাম বরকত রফিক কিংবা জব্বার
দেখেছি দিলীপ সাহা সেলিম দেলোয়ার আর
নূর হোসেন; আমি দেখেছি-
দুই হাজার চব্বিশ!
দেখেছি আবু সাঈদ, মুগ্ধ, শান্ত-
নাম না জানা ঝরে যাওয়া জাতির শ্রেষ্ঠ সন্তান।

দেখেছি তারুণ্যের উচ্ছ্বাস! বাঁধ ভাঙা জোয়ার
জীবনের আত্মত্যাগ মৃত্যুর আলিঙ্গন
গন জাগরণ গন জোয়ার, আবাল-বৃদ্ধ-বনিতা
তারুণ্যের জয়গান-
পাবো কি এবার?
মুক্ত বাঁধা বন্ধনহীন
স্বাধীনতা!

---০৭.০৮.২০২৪
রাত- ২:০৪ মিনিট