মনের গহীনে কতো ব্যথা
সয়ে যাই নিরবে
অতীতের স্মৃতি কুড়ে কুড়ে খায়
অহর্নিশি!
বেদনার লাল নীল ধূসর, স্মৃতির ব্যথা-
সর্বনাশা!
সকালের মিষ্টি রোদ শিশিরে ভেজা
মেঠো পথ-
অবুঝ কিশোরীর চপল চলা
হরিণ চঞ্চল প্রান; কস্তুরী ঘ্রাণ
স্মৃতিকাতর হয়ে ওঠে
মুগ্ধ শৈশব কৈশোর, কৈশোরের প্রেম
না বলা কথা -
ঘুরে ফিরে আসে স্মৃতিতে
জ্বলে পুড়ে হই অঙ্গার-ছাই
তোমার স্মরণে।