মেঘমুক্ত আকাশ পেঁজা তুলাহীন
শিশির ভেজা ঝরে যাওয়া কাশফুল
যেন বৃদ্ধার চুল। শিউলি-শেফালি
রাঙিয়ে তোলে মাটির জমিন।
শিশির ভেজা ঘাস, সদ্য যৌবনবতী-
কিশোরীর বিচরণ! শিরশিরানি বাতাস
শীতের আমেজ। সূর্য কিরণে ভোরের
মিষ্টতা!

আমনের খেত কচিকাঁচা ধানের গাছ
সবুজে সবুজে সতেজ দোলা
নয়নকাড়া- মাঠে-ঘাসে গাছে
পাতা আর ফুলে-ফলে কুয়াশার
তৃপ্ত সুধা। কাঁপোন তোলা
ঝিরিঝিরি উদাসী বাতাস
সীমাহীন মায়া; মাটির বুক
প্রসুতি মা!

চালতা, ডালিম আর কামরাঙা
গাঁয়ের বধুর গালে ফোটা রক্তিম আভা।
ভাবুক হৃদয়ে ঝড় তোলে মুগ্ধতার
ভালোবাসা;  অসীম মায়া।
আবছা কুয়াশা দুধেল জোৎস্না
মাঠ-ঘাট পথ ধবল চাদরে মোড়া
মনোরম-মনোলোভা!

উদাস শহর, শহরের হাওয়া
আধঘুমে যৌবনবতী কিশোরী
হাঁটে না আজ শিশির ভেজা ঘাসে
ভাসে না হেমন্তের চিঠি-
নিরুদ্দেশের পথে আজ-
বাঙলার হেমন্ত!!

--- মরিযাদ হারুন---
---০৮.১১.২০২০---