যদি ফিরে আসি
নেবে কি আপন করে?
না-কি ফেলে দিবে আস্তকুঁড়ে
না-কি ফিরিয়ে দিবে
অন্য কোন অজুহাতে।
তৃষিত হৃদয়;
চাতকের চাওয়া
হৃদয়ের আকাশে ওড়িয়ে
ফানুস; মঙ্গল চেয়ে
আজ রিক্ত হাতে।
দ্রোহী মন!
চলে আপন পানে
মানে না বাধা কোন
আশায় জাগে প্রাণ
নিরাশায় পরাজয়-গ্লানি
আশা নিরাশার দ্রোহ জীবন!
পরম সত্য!
নিরাকার প্রভু; আশার দিশা
সতত সদয় থাকেন পাশে
আলো কিংবা ঘোর আধারে;
নিরজনে, ডাকি তোমায় নিরজনে।